আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় সমিতি গঠন হয়েছে- ০১ লক্ষ ২১ হাজার ১৪২ টি, উপকারভোগী সদস্য পরিবার- ৫৬ লক্ষ ৪১ হাজার, সদস্য সঞ্চয়- ১৯৪৪ কোটি ৩৩ লক্ষ টাকা, সরকার প্রদত্ত বোনাস- ১৭৪৪ কোটি ৯৬ লক্ষ টাকা, ঘূর্ণায়মান তহবিল- ২৯০৫ কোটি ৬১ লক্ষ টাকা, মোট ঋণ গ্রহণকারী উপকারভোগীর সংখ্যা- ৪৩ লক্ষ ১৩ হাজার জন, মোট ঋণ বিতরণ- ১০১৩২ কোটি ৯৭ লক্ষ টাকা, প্রকৃত ক্ষুদ্র ক্ষুদ্র আয়বর্ধক খামারের সংখ্যা- ২৮ লক্ষ ৪৮ হাজার, মোট তহবিল- ৬৮৩৯ কোটি ৬২ লক্ষ টাকা। (তথ্য: ৩১ আগস্ট, ২০২০ পর্যন্ত)